ঘরে বসেই বিজ্ঞান জাদুঘর ভ্রমণ করলো নেটিজেনরা

১৯ জুলাই, ২০২০ ১৭:৪৯  
বর্তমান প্যান্ডামিকের কারণে ঘরবন্দী হয়ে পরেছে লাখ শিক্ষার্থী। যার ফলে জাদুঘরগুলো দর্শনার্থী শূন্য হয়ে পরে আছে। এবার ঘরে বসেই বিজ্ঞান জাদুঘর ভ্রমণ করলো নেটিজেনরা। ঘরবন্দী থেকে বের হয়ে আসার জন্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি সবার জন্য ফেসবুক লাইভের মাধ্যমে বিজ্ঞান জাদুঘরকে ভার্চুয়ালি ভিজিটের ব্যবস্থা করেন। আজ রবিবার অনলাইন শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০২০ উপলক্ষ্যে জাতীয় বিজ্ঞান জাদুঘরে এই ভার্চুয়াল ভিজিটের আয়োজন করা হয়। ফেইসবুক লাইভের মাধ্যমে ভার্চুয়ালভাবে বিজ্ঞান জাদুঘরের মজার মজার এক্সপেরিমেন্টগুলো দেখার সুযোগ পায় বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির একাডেমিক সদস্যরা। তারা ঘরে বসেই মজার মজার সায়েন্স এক্সপেরিমেন্ট দেখতে পান। পর্দাথবিজ্ঞান গ্যালারিতে ভরবেগের স্থানান্তর, নিউটনের দ্বিতীয় সূত্র এবং সাত রঙ থেকে সাদা রঙের বিভিন্ন এক্সপেরিমেন্ট দেখানো হয়। জীববিজ্ঞান গ্যালারিতে ডলফিন, তিমি মাছের কঙ্কালসহ নানা মাছ দেখানো হয়।